মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে বললো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ করে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ আগস্ট ২১০৭ সালে মিয়ানমারের উত্তর প্রদেশের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানের ওপর মানবিক সংকট শুরু হয়।

ওই দিন মিয়ানমার মুসলিম সংঘ্যালঘু সম্প্রদায়ের ওপর মিয়ানমার সরকার সেনাবাহিনী দিয়ে জাতিগত শুদ্ধি অভিযান চালায়।

এতে ২৪ হাজার সাধারণ মানুষ নিহত ও ৭ লাখ ৫০ হাজার পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। ওআইডএ’র তথ্য অনুযায়ী।

ওই প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার অতিদ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করে রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিতেও আহ্বান জানান।

তুরস্ক রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সংবেদনশীল সংকটের সময়ে পাশে ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, তুরস্ক সব সময় রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে পাশে রয়েছে এবং বিশ্ব চায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে মিয়ানমার সরকার দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেবে।

সূত্র: আনাদলু এজেন্সি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ