মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

প্রযুক্তি নির্ভরশীলতা বাড়ায় প্রভাব পড়ছে আমাদের মস্তিস্কে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মানুষ আগের থেকে অনেক বেশি আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নতুন একটি প্রতিবেদনে দেখা গেছে প্রাপ্তবয়স্কদের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন ইন্টারনেট তাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ।

খবর পাওয়া থেকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ যে কোনো কিছুর জন্যই মানুষ এখন কম্পিউটারের চাইতেও অনেক বেশি নির্ভরশীল মোবাইল ফোনের উপর।

বর্তমানে ব্রিটিশ নাগরিকদের প্রায় ৭৮ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। যুক্তরাজ্যের যোগাযোগ ব্যবস্থাপনা সংস্থা অফকমের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ দিনে প্রতি ১২ মিনিট পর পর তাদের স্মার্টফোন দেখেন। আরও বলা হয়েছে প্রায় এক তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ছাড়া অচল।

গণসংযোগ প্রতিষ্ঠান পরিচালনাকারী ক্রিস ক্লার্কের ব্যবসা পুরোপুরি ইন্টারনেটের ওপর নির্ভরশীল। গণসংযোগ প্রতিষ্ঠানের সহকারী প্রতিষ্ঠাতা ক্রিস ক্লার্ক বলেন, আমাদের কার্যক্রমগুলো লন্ডন-ভিত্তিক হলেও উগান্ডা, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ফ্রান্সের মতো বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়।

আমাদের কাজের ধরণটা আন্তর্জাতিক পর্যায়ে হওয়ায় আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ছাড়া বিকল্প নেই। ব্যবসায়িক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির বিকল্প না থাকলেও সামাজিক দৃষ্টিকোণ থেকে রয়েছে এর ভিন্নমত।

স্মার্টফোন ব্যবহারের বেড়ে যাওয়ায়, বন্ধু-আত্মীয়স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দেখা করার প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে।

মেরিলবোন সেন্টারের মনোবিজ্ঞানী অ্যান্ড্রু কোলে মনে করেন, আধুনিক প্রযুক্তির ওপর এমন আসক্তি মানুষের মস্তিস্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

মানুষ পরিবারকে সরাসরি সময় না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দিচ্ছেন। যেমন ধরুন আপনি পরিবারের সঙ্গে বসে খাচ্ছেন কিন্তু কথা বলছেন না। সবাই যার যার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকার তীব্র আকাঙ্ক্ষা পরিণত হচ্ছে বিচ্ছিন্ন হওয়ার প্রতীক হিসেবে।

আরো পড়ুন–
তুরস্ক বিশ্বরেকর্ড করলো রকেট উৎপাদনে
মানসিক হাসপাতালে শত শত ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে
ধর্ষণের কারনে চার্চে যাওয়া কমেছে ২০ শতাংশ, প্রতিবাদের মুখে পোপ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ