শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত দলগুলোকে সর্বোচ্চ ৭০টি আসন ছাড়তে রাজি আওয়ামী লীগ।

এরইমধ্যে ১৪ দলভুক্ত বিভিন্ন দলগুলো তাদের প্রার্থী তালিকা আওয়ামী লীগকে দিয়েছে। তবে এ বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারো জোটবদ্ধ লড়াইয়ে নামছে আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ১৪ দলীয় জোটের প্রার্থী মননোয়নের হিসাব-নিকাশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, জোট শরিক দলগুলোর প্রার্থী যোগ্য হলে তারা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের নেতারা প্রার্থীদের নামের লিস্ট দিয়েছেন সেটা নিয়ে বসা হবে।

জোটের প্রার্থী বেশি ভালো প্রার্থী হলে, ৬৫ থেকে ৭০ টি আসন জোটের নেতাদের ছেড়ে দেয়া হবে। জোটের নেতাদের জানিয়ে দেয়া হয়েছে প্রার্থী যোগ্য না হলে মনোনয়ন দেয়া হবে না। আওয়ামী লীগও দেবে না। শুধু জোটের খাতিরে দেয়া হবে না।

১৪ দলের বাইরে জাতীয় পার্টির সঙ্গেও আলোচনার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তবে আসন বণ্টনের সমঝোতায় পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে বলে মনে করছেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোট হবে, জোট নির্বাচনের অনুষঙ্গ হয়ে গেছে। জাতীয় পার্টির সঙ্গে আলোচনা চলছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ জোটের পূর্ণ চিত্র পাওয়া যাবে।

বিএনপি আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দলটি আগামী নির্বাচনে আসবে। এ কারণেই আওয়ামী লীগ নির্বাচনে জোটগত শক্ত প্রার্থী দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ