রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ

আন্তর্জাতিক বাজার থেকে আমাদের অংশ কেউ নিতে পারবে না: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইরান বলেছে, আন্তর্জাতিক তেলের বাজারে তার অংশ কেউ কেড়ে নিতে পারবে না। যেসব দেশ এ চেষ্টা চালাচ্ছে তাদেরকে প্রতিরোধ করার জন্য ইরান তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলে সৌদি আরব ইরানের অংশের তেল উত্তোলন করবে বলে ব্যাপকভাবে জল্পনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হলে ইরানের তেলের ঘাটতি পূরণ করবে সৌদি আরব।

ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, যেসব দেশ এ সংস্থাকে রাজনীতিকীকরণ করার চেষ্টা করছে তাদের থেকে সদস্য রাষ্ট্রগুলোকে পূর্ণভাবে সুরক্ষা দেয়া উচিত। কাজেম গরিবাবাদির বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে।

তিনি আরো বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্পূর্ণভাবে বেআইনি। এছাড়া, আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের অংশ দখলের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক হবে না।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে সরে যান এবং তিনি তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।

এরইমধ্যে আমেরিকা চলতি মাসের প্রথম দিকে নিষেধাজ্ঞার প্রথম ধাপ বাস্তবায়ন করেছে এবং আগামী ৪ নভেম্বর দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে।

ট্রাম্প বলেছেন, ৪ নভেম্বরের পর থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করতে পারবে না। ফলে ইরানের তেল উত্তোলন শূণ্যের কোঠায় নেমে আসবে।

জবাবে ইরান বলেছে, তেহরান যদি তেল রপ্তানি করতে না পারে তাহলে হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশ তেল রপ্তানি করতে পারবে না।

সূত্র: আল-আরাবিয়া

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ