শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর কাছে ১০ মিনিট সময় চাইলেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিটের জন্য দেখা করার সুযোগ চান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ধরে নিবেদন জানাতেও রাজি আছেন গণফোরামের সভাপতি।

শুক্রবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংহতি সভায়  ড. কামাল হোসেন এ নিবেদন জানান।

নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌক্তি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীরন বন্ধ ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণফোরাম এ সংহতি সভার আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সুযোগ দেন তবে তার সঙ্গে কথা বলতে চাই। তিনি অনেক ব্যস্ত, রাষ্ট্রের অভিবাবক হিসেবে কাজের চাপে অনেক ব্যস্ত থাকেন। তারপরও তিনি যদি ১০ মিনিট সময় দেন তবে তার সঙ্গে দেখা করে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কথা মতবিনিময় করতে চাই। প্রধানমন্ত্রী এই দুটি আন্দোলনের সঙ্গে জড়িত সাধারণ যে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিন। প্রয়োজনে আমি আপনার পা ধরতেও রাজি আছি, আপনার পা ধরে নিবেদন করতে চাই যে গ্রেফতার করা শিক্ষার্থীদের আপনি মুক্তি দিন।’

কোটা সংস্কার এবং সড়ক নিরাপত্তা চাওয়া তো অন্যায় নয় উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত আবেদন যে আপনি উদারতার পরিচয় দিন। গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের ছেড়ে দিন। সামনে ঈদ, ঈদ উপলক্ষে আপনি সবাইকে মুক্তি দিন।’

তিনি আরো বলেন, ‘একাত্তরের পর অনেক স্বৈরাচারই ক্ষমতায় এসেছে কিন্তু টিকতে পারেনি। স্বৈরাচারী কায়দায় কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। আগামী ৩ বছর পর স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। আসুন এই ৩ বছরের মধ্যে আমরা এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না এবং যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়িত হয়।’

ড. কামাল হোসেন বলেন, ‘দেশের মালিক জনগণ। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে জণগণের সেবক হিসেবে দেশ শাসন করা উচিৎ। সবাইকে মালিক হিসেবে একত্রে দাঁড়াতে হবে। আসুন আমরা এই ঈদে এই বাণী নিয়ে গ্রামের বাড়ি যাই এবং সকলকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করি।’

আরও পড়ুন: গুজব ছড়ানোর অভিযোগে আটক ফারিয়া ৩ দিনের রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ