বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের ভালো সার্ভিস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, প্রতিহত করা হবে: মাওলানা ইউসুফী বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে ১২ দেশ যারা নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়: মিয়া গোলাম পরওয়ার মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ রাবি শিক্ষকের হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন

ইশা ছাত্র আন্দোলন আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইশা ছাত্র আন্দোলন আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় নবীন বরণ ২০১৮-এ প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন- “বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ধোঁকাবাজি করছে সরকার।

শুক্রবার বিকাল ৪টায় আইএবি মিলনায়তনে কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মাদ জিয়াউল হক- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ওমর ফারুক তাওহীদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমীন আল আরাফ।

তিনি আরো বলেন, মহান সংসদে “কোটা থাকবে না” মর্মে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্যের পর এ নিয়ে অযথা পানি ঘোলা করা হয়েছে।সরকার সোজা পথ ছেড়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর পাকিস্তানী কায়দায় দলীয় সন্ত্রাস চালিয়েছে। আমরা অতিসত্ত্বর কোটা সমস্যার যৌক্তিক সমাধান চাই। ছাত্র সমাজের নাড়ীর স্পন্দন বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে।”

নবীন বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট এর নবীন ছাত্রদের সংবর্ধনা প্রধান করা হয়। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গঠনে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, একদিকে মেধা নির্ভর প্রশাসন গড়ে তুলতে মেধার যেমন মূল্যায়ন প্রয়োজন তেমনি দেশের সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পৃক্ততাও কাম্য। কাজেই এমনভাবে কোটা সংস্কার হওয়া প্রয়োজন যাতে উভয়ের স্বার্থ রক্ষা হয়। এ নিয়ে ছল-চাতুরী ও দমন পীড়ন কিছুতেই শুভ কিছু বয়ে আনবেনা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ