শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

হজযাত্রী রিপ্লেসমেন্ট কোটা বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রী রিপ্লেসমেন্টের কোটা, চার থেকে বাড়িয়ে ৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ধর্মমন্ত্রণালয়। তবে এক্ষেত্রে মৃত বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে শুধু মিলবে এই সুবিধা।

এজন্য দিতে হবে চিকিৎসকের সনদসহ অঙ্গীকারনামা। আর এক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে এজেন্সির সনদ বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ধর্মমন্ত্রী।

নিবন্ধিত কোনো হজযাত্রীর মৃত্যু অথবা গুরুতর অসুস্থ হলে, তার বদলি হিসেবে হজে যাওয়ার সুযোগ পান অন্য কেউ। এ সুবিধা এবার ৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিলো ধর্ম মন্ত্রণালয়।

তবে এজেন্সিগুলোর সংগঠন, হাবের দাবি ১৫ শতাংশ রিপ্লেসমেন্ট না হলে, হজে যেতে পারবেন না আট হাজারের বেশি যাত্রী।

এ বিষয়ে যাচাই-বাচাই শেষে ৪ থেকে বাড়িয়ে ৮ শতাংশ রিপ্লেসমেন্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এ সুবিধা দেয়া হবে মৃত ও গুরুতর অসুস্থ ব্যক্তির বদলে। এক্ষেত্রে দিতে হবে অঙ্গীকারনামা।

পাশাপাশি মন্ত্রণালয়ের কাছে রয়েছে এ পর্যন্ত চারশ ৮৫ এজেন্সির ছয় হাজার ৪শো ১৯ যাত্রী প্রতিস্থাপনের তথ্য। এবিষয়ে কারও অভিযোগ থাকলে যোগাযোগ করতে বলা হেছ হজ অফিসে।

আরো চার শতাংশ বাড়ানো ন্যায্য বললেও, সব এজেন্সির রিপ্লেসমেন্ট সংখ্যা এক নয় জানিয়ে আবারও ১৫ শতাংশ রিপ্লেসমেন্টের দাবিই সামনে আনছে হাব।

এদিকে, রিপ্লেসমেন্ট আর বাড়ানো হবে না জানিয়ে এ সুবিধার জন্য ২৪ জুলাইয়ের মধ্যে এজেন্সিগুলোকে আবেদন করতে বলা হয়েছে আশকোনা হজ অফিসে।

আর এ বিষয়ে মিথ্যা তথ্য দিলে লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ধর্মমন্ত্রী।

হজ যাত্রীর রিপ্লেসমেন্ট জটিলতায় বিপর্যয়ের শঙ্কা হাবের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ