মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ঋণ দেওয়ার কথা বলে নিঃস্ব করছে অনলাইন প্রতারক চক্র নাগরিকদের স্বাধীনভাবে ওমরাহ পালনের অনুমতি দিলো ইন্দোনেশিয়ার সরকার যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইসরায়েলের হাতে ৯৩ ফিলিস্তিনি নিহত হিজাব নিয়ে শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্য, বিক্ষোভে উত্তাল রাবি মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের ভোটের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের রুখে দিতে হবে: মুফতি ফয়জুল করীম রেজিস্ট্রেশনে বাদপড়া শিক্ষার্থীদের জন্য সময় বাড়াল মাদরাসা বোর্ড ‘পাঠ্যপুস্তক থেকে ইসলামবিরোধী বিষয় পুরোপুরি বাদ দিতে হবে’ ১৪৩ দিনে হাফেজ, ৯ বছরের আরফানকে সংবর্ধনা তৃণমূলে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান ইসলামী আন্দোলন মহাসচিবের

ইবির দশ বিভাগে ৩৭ শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দশটি বিভাগে ৩৭ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ, সম্প্রতি একনেক ও শিক্ষা মন্ত্রনলায় কর্তৃক পাশ হওয়া ৫ শত কোটি টাকার মেগা প্রজেক্ট ও অর্গানোগ্রাম পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৪ জন, ফোকলোর স্টাডিজ বিভাগে ৩ জন, ফার্মেসী বিভাগে ৪ জন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪ জন, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে ৪ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪ জন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ দেওয়ার জন্য। এরপরও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন সে ব্যাপারে ব্যবস্থা নিবে।’

আরও পড়ুন : আলেমদের ফিকহী মতপার্থক্যে শিক্ষার্থীর করণীয় কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ