মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭


সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রতি প্রধানমন্ত্রীর ৬ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি চালকদের জন্য ৬টি বিশেষ নির্দেশনা দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

ঈদের ছুটি শেষে ফিরতিযাত্রার গত ২৩ জুন ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। সড়কে এসব দুর্ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন পুরো দেশবাসী।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেয়া নির্দেশানাগুলো হলো- ১. গাড়ির চালক ও তার সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

২. লং ড্রাইভের সময় বিকল্প চালক রাখা, যাতে পাঁচ ঘণ্টার বেশি কোনো চালককে একটানা দূরপাল্লায় গাড়ি চালাতে না হয়।

৩. নির্দিষ্ট দূরত্ব পর পর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি।

৪. অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা।

৫. সড়কে যাতে সবাই সিগন্যাল মেনে চলে- তা নিশ্চিত করা। পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করা।

৬. চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধার বিষয়টি নিশ্চিত করা।

মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম বলেন, ঈদের পর বেশ কিছু মানুষ মারা যাওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। আমরা যখন (ক্যাবিনেট) মিটিং শুরু করি তখনও টাঙ্গাইলে পাঁচজন মারা গেছে।

সড়ক দুর্ঘটনা ঠেকাতে এ সংক্রান্ত কঠোর আইন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে বলেও জানান শফিউল আলম।

সড়কে ৬ জেলায় প্রাণ গেলো অন্তত ২৮

-আরআর


সম্পর্কিত খবর