বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

কংগ্রেসের দিন শেষ; প্রণবের তীব্র সমালোচনায় ওয়াইসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরএসএসের মঞ্চে ভাষণ দেওয়ায় প্রণব মুখার্জির তীব্র সমালোচনা করে আসাদুদ্দিন ওয়েইসির।  শতাব্দী প্রাচীন দলটা যে উঠে যাওয়ার মুখে, এটা তারই লক্ষণ।

হায়দরাবাদে এক অনুষ্ঠানে এআইএমআইএম প্রধান বলেছেন, কংগ্রেস শেষ হয়ে গেছে। তা না হলে একটা লোক ৫০ বছর কংগ্রেসে কাটানোর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি পদেও থাকার পর আরএসএসের হেডকোয়ার্টারে যায়! এখনও পার্টির সামনে কোনও আশার আলো আছে মনে করেন?

প্রণববাবুর সঙ্ঘের আমন্ত্রণ রক্ষার সিদ্ধান্তে কংগ্রেসের ঘরেও আপত্তি ওঠে। একাধিক কংগ্রেস নেতা তাঁকে ওখানে না যাওয়ার আবেদন করেন। তবে তাঁদের আপত্তি শোনেননি ওই বর্ষীয়াণ নেতা।

নাগপুরে গিয়ে সঙ্ঘ ক্যাডারদের সামনে ভাষণ দিয়ে প্রণববাবু কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্র বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ ওয়েইসির। তিনি বলেছেন, প্রণব মুখার্জি, আরএসএস, বিজেপি, কংগ্রেস, ভারত ও ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের বলতে চাইব, নাথুরাম গডসে মহাত্মা গাঁধীকে গুলি করার পর সর্দার প্যাটেল লেখেন, আরএসএসের লোকেরা এতে উল্লসিত, সেলিব্রেট করছে। নাথুরাম গডসের সঙ্ঘ পরিবারের কাছের লোক ছিলেন, বোঝাতে চান ওয়েইসি।

প্রণববাবু নাগপুরে আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়ে ‘ভারতমাতার মহান সন্তান’ বলায়ও আপত্তি জানান তিনি। ওয়েইসি কংগ্রেস বাদে অন্যদের নিয়ে বিজেপির বিকল্প গড়ার পক্ষে আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার।

এইচজে

আরো পড়ুন চাঁদা না দেয়ায় সেলুন মালিককে কুপিয় জখম ছাত্রলীগ নেতার!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ