মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


হাজিদের জন্য ৯০০০ ইলেকট্রিক কার্ট ও হুইলচেয়ার বরাদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: সৌদি সরকার মক্কা-মদিনায় বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল হাজিদের জন্য বিনামূল্যে ৮ হাজার সাতশ ইলেকট্রিক গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করেছে।

দেশ-বিদেশ থেকে আগত হাজি, ওমরা পালনকারী ও সাধারণ বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল মুসল্লিদের আরামের উদ্দেশ্যে এ ব্যবস্থা করেছে সৌদি সরকার।

সরকারের পরিবহন সংস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যেন অনুমোদিত হুইলচেয়ার পুশারদের মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বা হস্তক্ষেপের ঘটনা না ঘটে।

এ কাজের জন্য সরকারিভাবে ২০৯ জন সার্বক্ষণিক ও সাময়িক কর্মী নিয়োগ করা আছে, যারা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করে থাকে।

মসজিদের প্রধান সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক গাড়িগুলো বিতরণ করা হচ্ছে।

বাদশাহ আবদুল আজিজ গেটে পশ্চিম ও দক্ষিণ প্লাজার কার্ট বা ইলেকট্রিক গাড়িগুলো বিতরণ করা হচ্ছে, উত্তরের প্লাজা থেকে আসা মুসল্লিরা গেট নং ৬৪ থেকে গাড়ি নিতে পারেন এবং পূর্ব প্লাজার মুসল্লিরা আস-সালাম গেটের সামনে থেকে ইলেক্ট্রিক গাড়ি ও হুইলচেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিচালক সালেহ মুহাম্মদ আলি হাওসাউয়ি বলেন, ৩০০ জনেরও বেশি সৌদি যুবক হুইলচেয়ার ঠেলার কাজে নিয়োজিত আছেন।

তিনি বলেন, ইবাদতে মুসল্লিদের যেন কোনো রকমের ব্যঘাত না ঘটে সে লক্ষ্যে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদেরকে সাধারণ নিরাপত্তা কর্মীদের মধ্যেই অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সৌদি গ্যাজেট থেকে সুলাইমান সাদীর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ