বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

হাজিদের জন্য ৯০০০ ইলেকট্রিক কার্ট ও হুইলচেয়ার বরাদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: সৌদি সরকার মক্কা-মদিনায় বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল হাজিদের জন্য বিনামূল্যে ৮ হাজার সাতশ ইলেকট্রিক গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করেছে।

দেশ-বিদেশ থেকে আগত হাজি, ওমরা পালনকারী ও সাধারণ বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল মুসল্লিদের আরামের উদ্দেশ্যে এ ব্যবস্থা করেছে সৌদি সরকার।

সরকারের পরিবহন সংস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যেন অনুমোদিত হুইলচেয়ার পুশারদের মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বা হস্তক্ষেপের ঘটনা না ঘটে।

এ কাজের জন্য সরকারিভাবে ২০৯ জন সার্বক্ষণিক ও সাময়িক কর্মী নিয়োগ করা আছে, যারা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করে থাকে।

মসজিদের প্রধান সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক গাড়িগুলো বিতরণ করা হচ্ছে।

বাদশাহ আবদুল আজিজ গেটে পশ্চিম ও দক্ষিণ প্লাজার কার্ট বা ইলেকট্রিক গাড়িগুলো বিতরণ করা হচ্ছে, উত্তরের প্লাজা থেকে আসা মুসল্লিরা গেট নং ৬৪ থেকে গাড়ি নিতে পারেন এবং পূর্ব প্লাজার মুসল্লিরা আস-সালাম গেটের সামনে থেকে ইলেক্ট্রিক গাড়ি ও হুইলচেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিচালক সালেহ মুহাম্মদ আলি হাওসাউয়ি বলেন, ৩০০ জনেরও বেশি সৌদি যুবক হুইলচেয়ার ঠেলার কাজে নিয়োজিত আছেন।

তিনি বলেন, ইবাদতে মুসল্লিদের যেন কোনো রকমের ব্যঘাত না ঘটে সে লক্ষ্যে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদেরকে সাধারণ নিরাপত্তা কর্মীদের মধ্যেই অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সৌদি গ্যাজেট থেকে সুলাইমান সাদীর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ