সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘কুরআন পার্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসলামের পবিত্র গ্রন্থসমূহে উল্লিখিত বিভিন্ন উদ্ভিদ ও অলৌকিক ঘটনা দর্শনার্থীদের সম্মুখে তুলে ধরতে মরুর দেশ দুবাইয়ে নির্মিতব্য ‘কোরআন পার্ক’টি খুব  উন্মুক্ত করা হচ্ছে।

পার্কটি দুবাইয়ের ‘আল খাওয়ানিজ’ এলাকায় নির্মিত হয়েছে। যদিও পার্কটি উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয় নি।

দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পার্কটিতে প্রবেশে থাকছে না কোনও টিকিটের ব্যবস্থা। বিনামূল্যে দর্শনার্থীরা এটির অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন।

দুবাই মিউনিসিপ্যালিটির মহাপরিচালক দাউদ আবদুল রহমান আল হাজি ‘গাল্ফ নিউজ’কে বলেন, ‘প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল কাচের হাউস। এটির অভ্যন্তরে রয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত উদ্ভিদসমূহ। এসব উদ্ভিদ বিশেষ তাপমাত্রা এবং পরিবেশগত বিশেষ নির্ণায়ক যন্ত্রের অধীনে বেড়ে ওঠবে। পাশাপাশি এতে কোরআনে উল্লিখিত বিভিন্ন ভেষজ উদ্ভিদও স্থান পেয়েছে।’

অলৌকিক গুহা সর্বশেষ আধুনিক মিথস্ক্রিয় কৌশলগুলির সঙ্গে কোরআনে বর্ণিত সাতটি অলৌকিক ঘটনাকে প্রদর্শিত করে।

শিগগিরই খুলে দেয়া হচ্ছে দুবাইয়ের ‘কোরআন পার্ক’

আল হাজির বলেন, ‘এই পার্কে কোরআন ও হাদিসে উল্লেখিত উদ্ভিদের ১২টি বাগান রয়েছে। এসব উদ্ভিদের মধ্যে আছে কলা, ডালিম, আখরোট, বাঙ্গি, আঙ্গুর, ডুমুর, রসুন, তরমুজ, পেঁয়াজ, ভুট্টা, গম, মটরশুটি, আদা, অম্ল, তুঁত, কুমড়া, দারুচিনিসহ এর বৈজ্ঞানিক ও ঔষধি উপকারিতা এবং ব্যবহার।’

তিনি আরও বলেন, ‘পার্কটি সৌর প্যানেল, ওয়াই-ফাই সিস্টেম, ফোনের চার্জিং স্টেশন এবং দর্শকদের জন্য ছায়াযুক্ত আসন থাকবে।’

সূত্র: খালিজ টাইমস

আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ