বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আফগানিস্তানে হাফেজ হত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের দাশ্ত ই আর্চি জেলার পাঠান বাজার
এলাকায় মাদরাসায়ে উমরিয়্যাহ এর হাফেজ ছাত্রদের সনদ প্রদান ও দস্তারবন্দি অনুষ্ঠান চলাকালে গত ৪ এপ্রিল সন্ত্রাসী বিমান হামলায় শতাধিক আফগান নিরীহ শিশু-কিশোর হাফেজে কুরআন শাহাদাত বরণ করেছেন।

এই বর্বরতম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বাদ আসর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়।

হেফাজত হাটহাজারী উপজেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয়য় নেতা ও হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, হাটহাজারী মাদরাসার সনিয়ির শিক্ষক মওলানা মমতাজুল করিম বাবা হুজুর।

ওলামা পরিষদ সেক্রেটারি মাওলানা জাফর আহমদ, মাওলানা মীর মোহাম্মদ ইদরিস, মুফতি শিহাবুদ্দীন, মাওলানা আবদুল ওয়াদুদ নোমানী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমূখ।

মাবেশে বক্তাগণ বলেন, বিশ্বসন্ত্রাসী আমেরিকা ও আফগানিস্তানের হাফেজ হত্যাকারী তাদের দোসররা মানবতার শত্রু।আন্তর্জাতিক সন্ত্রাসী জালিমরা আফগানিস্তানের নিষ্পাপ শিশু হাফেজদের অনুষ্ঠানে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আইনে শিশু হত্যা চরম অপরাধের শামিল। শিশু হত্যাকাণ্ডের এতবড় ট্রাজেডি আমরা কখনো দেখিনি।

তারা বলেন, আফগান মাসুম হাফেজে কুরআন হত্যাকারীদের বদলা নিতে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশু হাফেজদের? এত ব্যাপক শিশু হত্যা করার পরও বিশ্ব নেতৃবর্গ নিরব কেন? তাদের মানবতাবোধ কোথায় হারিয়ে গেল।

মাওলানা নাসির উদ্দীন মুনির বলেন, মানবাধিকারের কথা বলে ইহুদী খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। এরা মানবতার চরম দুশমন। বিশ্ব সন্ত্রাসীবাদী গোষ্ঠীর বিরুদ্ধে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বহুদিন থেকে আফগানের মাটিতে মুসলমানদের রক্তের বন্যা বেয়ে চলেছে। হাফেজদের শাহাদাতে রক্তের বিনিময়ে আফগানিস্তানে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ