বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

ইউরোপে মুসলিম বিদ্বেষ দূর করতে তুরস্কের অন্যরকম উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : এবার ইউরোপের মুসলিম বিদ্বেষ দূর করতে উদ্যোগ নিলো তুরস্কের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। তারা ইউরোপের মূল ভূ-খণ্ডে ভ্রমণ করবে এবং সেখানে ইসলাম বিদ্বেষ বাড়ার কারণ খুঁজবে।

তুর্কি সংসদের মানবাধিকার কমিটি অভিনব এ উদ্যোগ গ্রহণ করেছে।

মানবাধিকার কমিটির প্রধান ওমর সরদার বলেছেন, তারা জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামে যাবেন এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

ক্ষমতাসীন একে পার্টির সিনিয়র সংসদ সদস্য ওমর সরদার জানান তারা মুসলিম জনগোষ্ঠিকে প্রান্তিকতার দিকে ঠেলে দেয়া বিষয়ে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতির পর্যবেক্ষণ করবো এবং মুসলিম কমিউনিটির বিরুদ্ধে শত্রুতা, তাদের দৈনন্দিন জীবনে বৈষম্য ও ইসলাম বিদ্বেষের কারণগুলো খুঁজে দেখবো। তার ভিত্তিতে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করবো।

সেই প্রতিবেদনের উপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিম্পোজিয়ামও করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ইসলাম বিদ্বেষ ও অভিবাসন বিরোধী মনোভাব বেড়েছে। এ পেছনে রয়েছে জার্মানের অতি কট্টর ডানপন্থী দলগুলোর অপপ্রচার।

আরও পড়ুন: বিশ্বদরবারে দেশের মান উঁচু করা ৮ জন তারকা হাফেজ

জার্মানের সরকারি হিসেব অনুযায়ী শুধু ২০১৭ সালে জার্মানিতে ৯৫০ মুসলিম ও মুসলিম প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এসবের মধ্যে রয়েছে মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও ৩৩ মুসলিম বিভিন্ন আক্রমণে আহত হয়েছে।

৮১.৮ মিলিয়ন মানুষের দেশ জার্মানিতে দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠি মুসলিম। ফ্রান্সের পর পশ্চিম ইউরোপে জার্মানিতেই সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে।

বর্তমানে জার্মানে ৪.৭ মিলিয়ন মুসলিম বসবাস করে। যাদের মধ্যে ৩ মিলিয়ন মুসলিম তুর্কি বংশোদ্ভূত। যারা ১৯৬০ এর পরবর্তী সময়ে জার্মানিতে পারি জমিয়েছে।

তুরস্কের ডেইলি সাবাহ থেকে আবরার আবদুল্লাহ এর অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ