মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে’ ফেসবুকে এমন পোস্টে ভারতের সুপ্রিম কোর্টে মামলা নির্বাচন সুষ্ঠ করতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার ‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’ প্রাথমিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা অভিমানী মানুষের মতোই বিদায় হাফেজ ত্বকীর এক মাসে ওমরাহ পালন ১ কোটি ১৭ লাখ মুসল্লি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যুর শঙ্কা বারবার বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন হাফেজ ত্বকী

অপরাধী শুধু বৃটিশ আইনই নয়, ইসলামী বিধানও লঙ্ঘন করেছেন; লন্ডন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনের টিউব হামলাকারী আহমেদ হাসানকে সাজা দেয়ার রায়ে ইসলামী ধর্মতত্ত্বের আশ্রয় নিয়েছেন বিচারপতি হ্যাডন-কেইভ। উদ্ধৃত করেছেন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থকেও। বলেছেন, অপরাধী শুধু বৃটিশ আইনই লঙ্ঘন করেননি। ইসলামী বিধানও লঙ্ঘন করেছেন।

খবরে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে মধ্য লন্ডনের একটি টিউব ট্রেনে হামলা চালানো হয়। ওই হামলায় দোষী সাব্যস্ত হন আহমেদ হাসান।

শুক্রবার তাকে ৩৪ বছরের সাজা দেয়া হয়। তার তৈরি করা বিস্ফোরক সম্পূর্ণভাবে বিস্ফোরিত হয়নি। ফলে কেউ মারা যায়নি। কিন্তু আহত হয় কমপক্ষে ৩০ জন। ১৮ বছর বয়সী হামলাকারী আহমেদ হাসান আইএস’র প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাকে সাজা দিতে গিয়ে বিচারপতি চার্লস হ্যাডন কেইভ হামলাকারী আহমেদ হাসানকে উদ্দেশ্য করে বলেন, আপনি হিরাবা (সন্ত্রাসকর্ম) সংঘটন করেছেন।

এ সময় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ উদ্ধৃত করে তিনি বলেন, আপনি দুনিয়ার বুকে অবক্ষয় সৃষ্টি করেছেন। খবরে বলা হয়, বিচারক যে দু’টি শব্দ ব্যবহার করেছেন, তা দিয়ে ইসলামী বিধানে ‘বিদ্রোহ’কে বোঝানো হয়। তবে ইসলামী তাত্ত্বিকরা আধুনিক প্রকরণে সন্ত্রাসবাদ বোঝাতে এই শব্দ দু’টি ব্যবহার করেন।

বিচারপতি হ্যাডন কেইভ আরও বলেন, ‘আগামী বছরগুলোতে আপনি কারাগারে বসে ধর্মগ্রন্থ অধ্যয়ন করার অশেষ সময় পাবেন।’ তিনি আরও বলেন, ‘ইসলামে যে কোনো চরম কিছু নিষিদ্ধ। এর মধ্যে ধর্মীয় চরমপন্থাও অন্তর্ভুক্ত। যেই স্থানের বাসিন্দা ও অতিথি আপনি, সেই স্থানের আইন লঙ্ঘন করা ইসলামে নিষিদ্ধ। ইসলামে সন্ত্রাসবাদ নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ইসলামী বিধানে বলা আছে যে, জমিনে ফিৎনা সৃষ্টি করার উদ্দেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানো ইসলামী বিধান অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট অপরাধের একটি। বৃটিশ আইনেও তা-ই।’ ১৬ বছর বয়সে, অর্থাৎ হামলা চালানোর ৩ বছর আগে, শরণার্থী হিসেবে ইরাক থেকে বৃটেনে আসেন আহমেদ হাসান। হামলার আগে নিজেকে অনাথ দাবি করে আশ্রয় চান তিনি। তার দাবি ছিল, ইরাক থেকে আসার আগে তাকে অপহরণ করে আইএস।

সূত্র: আল-জাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ