শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সিলেটে শুরু হচ্ছে কেমুসাস বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর উদ্যোগে একাদশ কেমুসাস বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার।

নগরীর দরগা গেইটস্থ কেমুসাস প্রাঙ্গণে আজ (২০ মার্চ) বিকেল ৪ টায় উদ্ধোধনের মাধ্যমে শুরু হবে ১২ দিনব্যাপি এ বইমেলা।

বায়ান্নর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী।

সভাপতিত্ব করবেন কেমুসাসের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজ।

এবার বইমেলায় মোট স্টল থাকছে ৩৬টি। যার মধ্যে রয়েছে গার্ডিয়ান পাবলিকেশন, সমর্পন প্রকাশনী, মুক্তধারা প্রকাশনী, আগামী প্রকাশনী, বাবুই প্রকাশনী, শিরিন পাবশিকেশন, ঐতিহ্য পাবলিকেশন, দি ইউনিভারসিটি প্রেস লিমিটেড, রেমন পাবলিশার্স, রাসোস, রূপ প্রকাশনী, আয়ন পাবলিকেশন, আদর্শ পালিকেশন, মদিনা পাবলিকেশন, আলোঘর, কারুবাক পাবলিকেশন, কালো প্রকাশনী, দাঁড়িকমা, শ্রীহট্ট প্রকাশ, পাপড়ি প্রকাশ, মীম প্রকাশনী, শৈলী, পায়রা, শীতলপাটি, পান্ডুলিপি, প্রাকৃত, আহরার পাবলিশার্স, কৈতর প্রকাশনী, নাগরী, বাউলা প্রকাশ, ঘাস, চিলেকোঠা, বাসিয়া প্রকাশনী, সিলেট লেখিকা সংঘ, কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।

গতরাতে অংশগ্রহণেচ্ছুক প্রকাশনী প্রতিনিধিদের উপস্থিতিতে বইমেলা উপকমিটির সদস্যসচিবের সঞ্চালনায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হয়। এতে সভাপতিত্ব করেন বইমেলা উপকমিটির আহ্বায়ক আ. ন. ম. শফিকুল হক।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, বইমেলা উপকমিটির সদস্য মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ তাহের প্রমুখ।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ