মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


রূপসা নদীতে ক্লিংকারবাহী জাহাজডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বিকেল তিনটা ২০মিনিটের দিকে খান জাহান আলী সেতু সংলগ্ন রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানা বরাবর রূপসার মাঝ নদীতে নোঙ্গর করা ছিল। দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। বিকেল তিনটা ২০ মিনিটের দিকে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।

এদিকে জাহাজডুবির ঘটনা শুনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ