বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ইসলামী নব জাগরণ সংগঠনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন ও সংবর্ধনা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, রাউজান: উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন, রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও ইসলামী সম্মেলন আজ শনিবার উপজেলা সদরের একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।

এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় ইসলামী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বায়তুল মুকাররাম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ বাকী নদভী।

রাউজান ইমদাদুল ইসলাম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মাওলানা বেলাল উদ্দীন নানুপুরী, মাওলানা সেহাবুদ্দিন সাহেব,মাওলানা ইছহাক মক্বী,মাওলানা সোলাইমান সাহেব,হাজ্বী মাওলানা ইউছুফ, হাটহাজারী মেখল হামিউস সুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাঈল খান, চকরিয়া বড়ইতলী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তাফা নুরী সাহেব,মাওলানা আব্দুর রওফ,জনাব মুহাম্মদ হাশেম চৌধুরী,মাওলানা শহিদুল্লাহ,হাফেজ রিদওয়ানুল হক প্রমুখ।

সকাল থেকে শুরু হওয়া ৬ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরনী সভা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

নব জাগরনের সভাপতি মো.হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জমিয়েতুল ওলামা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড চট্টগ্রামের মহাসচিব মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরব নগরী, পটিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রধানক্বারী মাওলানা আবদুল হক, ইছাপুর মাদ্রাসার প্রধানক্বারী মাওলানা ইসহাক, চট্টগ্রাম সেগুন বাগান মাদ্রসাার হিফজুল বিভাগেরপ্রধান হাফেজ মাওলানা নেজাম উদ্দিন, ইসলাম দারুল উলুম মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান মাওলানা একরাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি বেলাল উদ্দিন, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলনা উসমান খলিলাবাদীর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা কে.এম শহিদুল্লাহ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা বদরুল হক,মাওলানা আবু দারদা মাসুম,মাওলানা আতাউল্লাহ বোখারী, ইরফান সোলাইমান,মাওলানা হাফেজ শোয়াইব আরবনগরী।

উপস্থিত ছিলেন মাওলানা নজরুল,এরশাদুল ইসলাম, মো.আরিফ, মো.মহিউদ্দিন,ইবরাহীম ফুআদ,, মো. শোয়াইব বিন আবছার,রাশেদ বিন আশরাফ,সাইফুল্লাহ,সালামত উল্লাহ। অনুষ্ঠানে ১৮ ব্যক্তিকে সংবর্ধিত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ