শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কুমিল্লায় আদালতে যাওয়ার পথে বাদীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুমিল্লায় আদালতে যাওয়ার সময় একটি মামলার বাদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীরা মামলার আসামি বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যমপাড়ায় এ হত্যাকাণ্ড হয়। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৫)। তিনি মধ্যমপাড়ার সৈয়দুজ্জামানের ছেলে। তিনি জমি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, মিজানুর রহমান সকাল সাড়ে ৮টার দিকে আদালতে রওনা দেন। মধ্যমপাড়া কবরস্থানের সামনে আসার পর মামলার আসামিরা তাঁকে কুপিয়ে জখম করে। মিজানুরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের বুকের মাঝখানে ও দুই পাশে চারটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক মো. নাজমুল হাসান।

মিজানের মামাতো ভাই আবুল মিয়া ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, মিজানের সঙ্গে তাঁর চাচা ও তিনি ছিলেন। মামলার কাগজপত্র নিয়ে তাঁরা আদালতের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিজানুর রহমান। তাঁরা মধ্যমপাড়া কবরস্থানের সামনে আসা মাত্র কামাল হোসেন ওরফে আলমাস (৪৫), মৈয়দুর আলীসহ (৫০) আরো পাঁচ-ছয় আসামি এসে মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে।

আবুল মিয়া জানান, বাধা দিতে গেলে তাঁকেও মেরে আহত করে হামলাকারীরা। তারা মামলার কাগজপত্রও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলাকারীদের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী নরেন্দু বিকাশ সর্বাধিকারী ওরফে দোলন জানান, নিহত মিজানুর রহমানের বিরুদ্ধে তাঁর করা মামলার আসামিরাও একটি সাজানো প্রতারণা মামলা করেছিল। এ মামলায় জামিনে বের হয়ে দ্বিতীয় হাজিরার তারিখ ছিল আজ (বৃহস্পতিবার)।

এদিকে মিজান হত্যার ঘটনায় লালমাই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ