সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

কাল সিলেটের শাহজালাল জামেয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

সিলেটের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা পাঠানটুলা সিলেটে আগামিকাল শনিবার (১০ মার্চ) দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জামেয়াসহ সিলেটের বিভিন্ন স্কুল ও মাদরাসা অংশগ্রহন করবে বলে জানা যায়।

মেলায় পৃথক ব্যবস্থাপনায় থাকবে ছাত্র-ছাত্রীদের স্টল। গ্রুপভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে বিজ্ঞান বিষয়ক নিজস্ব প্রজেক্ট নিয়ে হাজির হবে শিক্ষার্থীরা। প্রত্যেক ক্যাটাগরির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে দেয়া হবে পুরস্কার ও ক্রেস্ট। এছাড়া থাকবে বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রতিযোগিতা।

সকাল ৯ টায় উদ্ধোধনের মাধ্যমে শুরু হবে মেলার ১ম পর্ব। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি'র কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি'র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

সকাল ১১ টা ৩০ মিনিটে শুরু হবে ২য় পর্ব। স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণের এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা অফিসার গুলজার আজমদ খান।

এছাড়াও, মেলায় বিজ্ঞান ও ইসলামের মৌলিক বই প্রদর্শনী করবে বইপার্ক ডটকম।

উল্লেখ্য, শাহজালাল জামেয়া ইতিপূর্বে শাবিপ্রবি, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনসহ জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ