শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ইশা ছাত্র আন্দোলন মতিঝিলের সভাপতি মুহিবুল্লাহ,সেক্রেটারি মোবারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল: ইশা ছাত্র আন্দোলন মতিঝিল থানা শাখার ‘থানা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ মার্চ শুক্রবার সকাল ১০ টায় আল আরব ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম যাকারিয়া আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর দেওয়া জীবন ও যৌবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, ইসলাম বিরোধী সকল প্রকার অপশক্তিকে রুখে দিতে ইশা ছাত্র আন্দোলনের প্রতিটি নেতা কর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্ররাই।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সরকার প্রশ্ন ফাঁস করে ছাত্র সমাজের ভবিষ্যৎ কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। সিলেটের জৈন্তাপুরে শহীদ মাদ্রাসা ছাত্রের হত্যাকরী আটরশি পীরের অনুসারী সন্ত্রাসীদের বিচার করতে হবে।

সভায় সরদার মুহিবুল্লাহকে সভাপতি, মীর কামরুজ্জামানকে সহ-সভাপতি ও মোবারক হোসাইনকে সেক্রেটারি মনোনীত করে ২০১৮ সেশনের জন্য মতিঝিল থানা কমিটি ঘোষণা করা হয়।

সদ্য সাবেক সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতিঝিল থানা সহ-সভাপতি হাফেজ আব্দুল বারেক, ইশা ছাত্র আন্দোলন নেতা মাহদী হাসান,যাকারিয়া আল জাওহার, আবু ইউসুফ ও সাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ