মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


২৫ দিনের শিশুকে আবর্জনার স্তূপে ফেলে খুন মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কান্না সহ্য না করতে পেরে নিজের ২৫ দিনের মেয়েকে আবর্জনার স্তূপে ফেলে দিল মা। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিনোদপুর এলাকায়। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে।

নেহা নামে ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছে, সারা দিন ধরে মেয়ে কান্না থামত না। রাগে মাথা কাজ করছিল না। তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি।

দীর্ঘক্ষণ ধরে শিশুটির খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিশ জানিছে, অভিযুক্ত নেহা এলাকার আবর্জনার স্তূপে শিশুটিকে ফেলে দিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

টিএ


সম্পর্কিত খবর