সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

হবিগঞ্জে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র ফেনীতে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদ্রাসা থেকে নিখোঁজের একদিন পর তিন ছাত্রকে ফেনী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এরা হল- চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে তানভীর আহমেদ, সদর উপজেলার আদ্যপাশা-শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।

বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, ফেনী রেলস্টেশন এলাকা থেকে শনিবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে।

তারা বাহুবলের মিরপুর বাজারের শ্রীমঙ্গল রোডের ‘মিরপুর শামছুল উলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার’ হিফ্জ বিভাগের ছাত্র। শুক্রবার সন্ধ্যায় তারা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছিলেন।

ওসি মাসুক আলী বলেন, শুক্রবার রাতভর ও শনিবার সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তিন ছাত্রের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে তাদের সন্ধান চেয়ে মাইকিংও করে। এরপরও কোনো হদিস না মেলায় শনিবার বিকেলে বাহুবল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বাহুবল থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে খবর পাঠায়। খবর পেয়ে ফেনী রেল স্টেশন এলাকা থেকে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান মাসুক।

তিনি বলেন, ওই তিন ছাত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: বিডি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ