শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

ঢাকাগামী ট্রেন লাইনচ্যুত; দূর্ঘটনা নাকি নাশকতা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সেপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আজ রাত ২টার দিকে ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পৌঁছলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া না গেলেও এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দূর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী মাওলানা আব্দুল্লাহ শাহজালাল জানান, রাত সাড়ে ১০টায় ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়না হয়ে শ্রীমঙ্গলের সাতগাঁও এলে লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্রেনের চারটি বগি খুব বেশি ক্ষতিগ্রস্থ  হয়। পরে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়। বর্তমানে ঢাকা-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান মাওলানা আব্দুল্লাহ।

টেলিফোনে আওয়ার ইসলামকে তিনি জানান, এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত  ট্রেনে করে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। স্থানীয়দের সহায়তায় অর্থমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

তাৎক্ষণিকভাবে দূর্ঘটনার কোনো উদঘাটন করা না গেলেও এটা কী নিছক দূর্ঘটনা নাকি কোনো নাশকতা ছিলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ