শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬


৩৪ কোটি টাকা মূল্যের ৫ বস্তা ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ বঙ্গোপসাগর সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে বস্তাভর্তি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বস্তার ভেতর ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ছিল। যার বাজার মূল্য প্রায় ৩৪ কোটি টাকা।

তবে তিন পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ক্যাম্পের বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম বলেন, গোপন খবরে বিজিবির একটি দল বৃহস্পতিবার ভোরে শশ্বানঘাট এলাকায় অবস্থান নেয়। একটি ট্রলার বঙ্গোপসাগর অতিক্রম করে পারে পৌঁছলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় তিন পাচারকারী ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ইয়াবাগুলো বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সামনে ধ্বংস করা হবে বলে জানালেন আরিফুল ইসলাম।

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ