সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

কিছু আরব দেশের এতো ঘনিষ্ঠ হবো কল্পনাও করিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী নাম উল্লেখ ছাড়া আবারো কিছু আরব দেশের সাথে তার দেশের কৌশলগত মিত্রতার কথা পুনর্ব্যক্ত করেছেন।

মিউনিখের এক নিরাপত্তা-সন্মেলনের আলোচনায় নেতানিয়াহু বলেন, কোনো কোনো আরব দেশের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা এ-পর্যায়ে পৌঁছবে তা জীবনে কল্পনাও করিনি।

তিনি আরো বলেন, এটা ঠিক, সম্পর্ক আনুষ্ঠানিক শান্তি চুক্তির পর্যায় পৌঁছেনি কিন্তু আমার বিশ্বাস, আরব দেশগুলোর সাথে আমাদের নতুন কৌশলগত মিত্রতার কারণে শান্তি আলোচনার ভবিষ্যত খুব ভালো।

এ ধরনের বক্তব্য নতুন নয়, গত মাসে সুইজারল্যান্ডে কিছু কিছু আরব দেশরে সাথে ব্যতিক্রমী মিত্রতার কথা জানিয়ে নেতানিয়হু বলেছিলেন, ইরানের শত্রুতা কিছু কিছু আরব দেশকে ইসরাইলের সাথে মিত্রতা স্হাপনে উৎসাহ যুগিয়েছে।

তখন তিনি আরো বলেন, ইসরাইলের ব্যপারে কিছু আরব জনগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তের সূচনা আমরা অনুভব করেছি।

গত নভেম্বরে নেতানিয়াহু কিছু কিছু আরব দেশের সাথে তার দেশের সম্পর্ককে ‘ফলপ্রদ পারষ্পারিক সহযোগিতা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই পারষ্পারিক সহযোগিতা গোপনে চলছে, তবে আমার বিশ্বাস এ সম্পর্ক পরিপক্কতায় পৌঁছবে। একপর্যায়ে এটা আমাদের শান্তি আলোচনা বিস্তৃত করার সুযোগ করে দিবে।

সূত্র: আলজাজিরা আরবি

আইয়ুব বিন মঈনের প্রিয় ১০ বই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ