সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০ হিজাব ও দাড়ির কারণে শাস্তি, ইসলামী ছাত্রসমাজের নিন্দা নিজ দেশে ফেরার আকুতি, মর্যাদা নিয়ে বাঁচতে চান রোহিঙ্গা শরণার্থীরা ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬ জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান ভিকারুননিসা'র হিজাববিদ্বেষী শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কিছু আরব দেশের এতো ঘনিষ্ঠ হবো কল্পনাও করিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী নাম উল্লেখ ছাড়া আবারো কিছু আরব দেশের সাথে তার দেশের কৌশলগত মিত্রতার কথা পুনর্ব্যক্ত করেছেন।

মিউনিখের এক নিরাপত্তা-সন্মেলনের আলোচনায় নেতানিয়াহু বলেন, কোনো কোনো আরব দেশের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা এ-পর্যায়ে পৌঁছবে তা জীবনে কল্পনাও করিনি।

তিনি আরো বলেন, এটা ঠিক, সম্পর্ক আনুষ্ঠানিক শান্তি চুক্তির পর্যায় পৌঁছেনি কিন্তু আমার বিশ্বাস, আরব দেশগুলোর সাথে আমাদের নতুন কৌশলগত মিত্রতার কারণে শান্তি আলোচনার ভবিষ্যত খুব ভালো।

এ ধরনের বক্তব্য নতুন নয়, গত মাসে সুইজারল্যান্ডে কিছু কিছু আরব দেশরে সাথে ব্যতিক্রমী মিত্রতার কথা জানিয়ে নেতানিয়হু বলেছিলেন, ইরানের শত্রুতা কিছু কিছু আরব দেশকে ইসরাইলের সাথে মিত্রতা স্হাপনে উৎসাহ যুগিয়েছে।

তখন তিনি আরো বলেন, ইসরাইলের ব্যপারে কিছু আরব জনগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তের সূচনা আমরা অনুভব করেছি।

গত নভেম্বরে নেতানিয়াহু কিছু কিছু আরব দেশের সাথে তার দেশের সম্পর্ককে ‘ফলপ্রদ পারষ্পারিক সহযোগিতা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই পারষ্পারিক সহযোগিতা গোপনে চলছে, তবে আমার বিশ্বাস এ সম্পর্ক পরিপক্কতায় পৌঁছবে। একপর্যায়ে এটা আমাদের শান্তি আলোচনা বিস্তৃত করার সুযোগ করে দিবে।

সূত্র: আলজাজিরা আরবি

আইয়ুব বিন মঈনের প্রিয় ১০ বই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ