রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

প্রত্যাবাসনে ৮ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ের কাছে এ তালিকা হস্তান্তর করেন।

এদিকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে দুই দেশের বৈঠক হবে।

প্রায় তিন মাস আগে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর চুক্তি হওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি। এ ছাড়া বৈঠকে এবারের আলোচ্যসূচির বিষয়গুলোর মধ্যে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ, মাদক পাচার বন্ধে সহযোগিতার বিষয়ও ছিল।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ে তাঁর দেশের নেতৃত্ব দেন। বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসে।

সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এখন ১১ লাখ মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) অবস্থান করছে। এর মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। এই তালিকায় ১ হাজার ৬৭৩টি পরিবার রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই তালিকা যাচাই–বাছাইয়ের পর কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে তা জানানো হবে। ক্রমান্বয়ে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাবে মিয়ানমার। দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে আলোচনা হবে।

গত ২৩ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ বৈঠক থেকেও প্রত্যাবাসনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি মিয়ানমার।

বৈঠক শেষে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ