বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজের ঘটনায় তোলপাড় এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী 

তিন তালাকের পক্ষে ভারতে লক্ষাধিক নারীর র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

একসঙ্গে তিন তালাক বিরোধী বিল ও তিন তালাক নিয়ে ভারতের রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে র‌্যালি বের করেছে ভারতের প্রায় লক্ষাধিক মুসলিম নারী। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’ বোর্ডের অঙ্গ সংগঠন ‘তাহাফফুজে শরিয়ত মালিগাও’ এর পক্ষ থেকে এ র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শহর থেকে প্রায় লক্ষাধিক মুসলিম নারী অংশগ্রহণ করে।

শুক্রবার সংবাদপত্রটির প্রিন্ট ভার্সনের খবরে বলা হয়, বৃহস্পতিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উমরীন মাহফুজ রাহমানীর নেতৃতে পরিচালিত র‌্যালিতে বিভিন্ন নারী সংগঠনগুলোর নেত্রী, লেখক ও মুসলিম নারী স্কলাররাও অংশ নেন। তাদের দাবি, গত ২৮ জানুয়ারি পার্লামেন্টে রাষ্ট্রপতি ‘মুসলিম নারীরা বাদী ও গোলামির শিকার’ আখ্যা দিয়ে তাদের অপমানিত ও লাঞ্চিত করেছেন।

শরিয়তে ইসলামিয়ার ওপরই তাদের একমাত্র ভরসা। এসময় তারা মুসলিম আইনে সরকারের হস্তক্ষেপ চেষ্টা বন্ধ করে তিন তালাক বিরোধী বিল বাতিল করার আহ্বান জানান। র‌্যালিটি মালিগাওয়ের এটিটি হাইস্কুলে অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা উমরীন মাহফুজ রাহমানী বলেন, বর্তমান সরকার কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ও কিছু তথাকথিত মুসলিম নারীর সমর্থণ নিয়ে ইসলামি শরিয়তে হস্তক্ষেপের চেষ্টা করছে। মুসলিম নারীদের প্রতি সহানুভূতির নামে তিন তালাক বিল মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছে। অথচ এ আইন সম্পূর্ণ শরিয়তবিরোধী।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের ভাষণে রামনাথ কোবিন্দ বলেছিলেন, কয়েক যুগ থেকেই মুসলিম নারীরা রাজনৈতিক স্বার্থ ও গোলামির শিকার হয়ে আসছিলে। এখন তাদের স্বাধীন করার সুযোগ হয়েছে। তিন তালাক বিল মুসলিম নারীদের জন্য আত্মসম্মান ও সাহসের সঙ্গে চলার অনুপ্রেরণা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি সিয়াসাত উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ