মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


যুক্তরাষ্ট্রে মুসলিম মেয়রপ্রার্থীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তার অপরাধ তিনি মুসলিম। আর যুক্তরাষ্ট্রে যেন মুসলিমদের অধিকার নেই মেয়রপ্রার্থী হওয়ার।

এমনই এক কাণ্ড ঘটেছে দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে। সেখানকার কট্টরপন্থি খৃস্টানরা তাকে হত্যার হুমকি দিয়েছে।

রাজিনা মুস্তফা নামের ওই নারী প্রার্থী রচস্টার শহরে মেয়র নির্বাচনে প্রতিযোগিতা করতে নাম লিখিয়েছেন। এ কারণে ‘মিলিশিয়া মুভমেন্ট’ নামের একটি গোষ্ঠী অনলাইনে তাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনার পর রাজিনা মুস্তফা এক টুইট বার্তায় বলেন, আমি হুমকিতে দমবো না। তিনি বলেন, আমি সবার সেবা করতে চাই। তাই কারও ভয় পাওয়ার কিছু নেই।

রাজিনা মুস্তফা ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন। পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

মিনোসোটা রাজ্যের রচস্টার শহরের এক লাখ ১৪ হাজার জনসংখ্যার মধ্যে ১২ হাজার মুসলিম। তাদের মধ্যে এবারই কেউ মেয়র পদে প্রার্থিতা করছেন।

রাজিনাকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে একাধিক মুসলিম সংগঠন। তাদের ভাষ্য এটি মানবাধিকারের ষ্পষ্ট লঙ্ঘন। তারা দ্রুত এর বিচার দাবি করেন।

রাসুল সা. এর জীবদ্দশায় নির্মিত ভারতের যে মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ