শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জনসচেতনতায় সাড়া ফেলেছেন ‘অগ্রযাত্রা’র ভিন্নরকম প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

‘অগ্রযাত্রা’ একটি শান্তি সংঘ। নিত্যনতুন ও অভিনব কার্যক্রম করে ব্যাপক সাড়া ফেলেছে।
যা গড়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদীর উত্তরবঙ্গ খ্যাত নয়াহাটি, পাড়াতলা, পরিখারপাড় ও বড়কান্দার স্থানীয় যুবকদের উদ্যোগে।

সংগঠনের সদস্যরা এলাকার রাস্তা-ঘাট, স্থানীয় বাজার ও স্কুলের বিভিন্ন গাছে লাগিয়েছে জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান, দোয়া ও নীতিবাক্য। আছে পবিত্র কুরআন-হাদীসের বিভিন্ন উদ্বৃতি।

জনসচেতনতামূলক এসব টিনপ্লেইট এখন এলাকাটির গাছে গাছে ঝুলছে৷ যা এলাকার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা তারিকুল ইসলাম বলেন, তাদের এ কার্যক্রমের জন্য দিনে অন্তত একজন মানুষও যদি মহান আল্লাহর গুণগান গেয়ে উঠেন এবং একজন মানুষও যদি সচেতন হয় তাতেই তারা সার্থক৷

আমাদের প্রতিনিধির কথা হয় এক মুরুব্বী সাথে, তিনি বলেন বিকালে হেঁটে বাজারে যাচ্ছি, রাস্তার পাশের গাছে দেখি লাগানো সুবহানাল্লাহ। দেখে খুব ভালো লাগলো, সারা রাস্তা জপতে জপতে গেলাম৷ মুরুব্বী তাদের প্রশংসা করে সংগঠনের সকলের জন্য দুয়াও করেন৷

সংগঠনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, গজারিয়া ইউনিয়নে কাজী গোলাম সারোয়ার চেয়ারম্যান হবার পর এ গ্রামে দুইটি অরাজনৈতিক সংগঠন তার উৎসাহে সৃষ্টি হয়েছে, যারা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সকলের বাহবা পাচ্ছেন৷

তাদের দেখে বিভিন্ন পাড়ায় এ ধরনের সংগঠন আরো গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

সংগঠনটি পূর্বের কমিটি ভেঙ্গে একান্ন সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম ইমরান সভাপতি, সিনিয়র সভাপতি আরাফাত জাদু, সহ-সভাপতি ফারুক আহমেদ ও সামিউল বাসির, সাধারণ সম্পাদক ইউসুফ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ফিল্টন ও আজিজুল হক, কোষাধ্যক্ষ আমির হোসেন এবং রসি মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে জানা যায়।

এক বৃদ্ধার কবিতা শুনে কাঁদলেন ওমর রা.


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ