শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


৩৫৭ জনের অংশগ্রহণে আমিরাতের জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আমিরাতে ১৮তম জাতীয় কোরআন প্রতিযোগিতা "রায়াস আল-খাইমাহ"য় মোট ৪৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা নারী ও পুরুষ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

আমিরাতের রায়াস আল খাইমাহ পুরুস্কার কোরআন বিজ্ঞান ইন্সটিটিউটের মহাপরিচালক আহমাদ মুহাম্মাদ শাহী বলেন: রায়াস আল খাইমাহ পুরুষকার জাতীয় কোরআন প্রতিযোগিতা এদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এদেশের স্থানীয় ও বৈদেশিক নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
আমিরাতের কোরআন প্রতিযোগিতার সুপ্রিম কমিটির প্রধান আহমাদ ইব্রাহীম সাবিয়ান বলেন: এই প্রতিযোগিতার দুটি বিভাগ তথা নারী ও পুরুষদের জন্য সকাল এবং বিকালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করছেন দেশের খ্যাতনাম হাফেজ ও ক্বারিগণ।
তিনি বলেন: এই প্রতিযোগিতা রায়াস আল-খাইমাহ শহরের "শেখ যায়েদ" মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের এনডাউমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স অফিসের সহযোগিতায় এবং রায়াস আল-খাইমাহর শাসক "শেখ সউদ বিন সাকার কাসেমী" র সমর্থনে অনুষ্ঠিত হয়েছে। আজ এই প্রতিযোগিতা শেষ হয়েছে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো। প্রাথমিক পর্বে বাছায় শেষ হওয়ার পর ৩৫৭ জন চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সপ্তম ষ্টেটের মধ্যে রায়াস আল খাইমাহ একটি। এই স্টেটটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ