শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

পাকিস্তান সেনাবাহিনীর হামলায় জম্মু-কাশ্মীরে চার ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় চার ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক সেনা।

গতকাল রোববার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারতীয় সেনা চৌকি এবং বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তানি বাহিনী।

এ ঘটনায় পুঞ্চ জেলায় এক কিশোরী ও এক সেনা আহত হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের হামলার জবাব দেয়া হচ্ছে। তারা বলছে, বিনা উসকানিতে পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালিয়েছে।

গেলো তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পুঞ্চে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালালো। গত সপ্তাহে পাকিস্তানি সেনারা বালাকোট সেক্টরে বেশ কয়েকটি সেনা ঘাঁটি এবং বেসামরিক এলাকায় হামলা চালায়। এসব হামলায় চার ভারতীয় সেনা নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে ১৩০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। গেলো মাসের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে জম্মু-কাশ্মীরে পাক সেনাদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়।

এদের মধ্যে আটজন বেসামরিক নাগরিক ও ছয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আরও ৬০ জন এসব হামলায় আহত হয়েছে।

এনডিটিভি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ