শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

তাজমহল নিয়ে যোগী আদিত্যনাথের নতুন ষড়যন্ত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরে ভারতে বিখ্যাত তাজ মহোৎসব শুরু হতে চলেছে রামচন্দ্রের ওপর একটি নাটক দিয়ে। সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

উৎসব শুরু হবে ১৮ ফেব্রুয়ারী। চলবে ২৭ তারিখ পর্যন্ত। রাজ্যপাল রাম নায়েক ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন।

১০ দিনের তাজ মহোৎসব শুরু হবে শ্রী রাম লীলা দিয়ে, যা এই উৎসবের ইতিহাসে নজিরবিহীন। এতদিন এর থিম হত মোগল আমলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রান্নাবান্না। এবার থিম পুরোপুরি বদলে যাওয়ায় বিরোধীরা অভিযোগ করেছে, যোগী সরকার তাজ মহোৎসবের গৈরিকীকরণের চেষ্টা করছে।

সমাজবাদী পার্টি প্রশ্ন করেছে, অযোধ্যায় রাম লীলা হওয়া বিচিত্র নয় কিন্তু তাজ মহোৎসব তা দিয়ে শুরু হওয়ার কারণ কী। বিজেপি নেতারা এই সৌধ ও এর প্রতিষ্ঠাতা বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই বহু বিষোদগার করেছেন। তাঁদের কার্যকলাপে বিশ্বের সামনে এই তাজমহলকে খারাপভাবে তুলে ধরা হবে।

রাজ্যের পর্যটন দফতরের অবশ্য বক্তব্য, প্রতিবারের মত এবারও আগ্রার মানুষ ও তাজ মহোৎসব কমিটিই উৎসবের থিম ঠিক করেছে, এতে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই।

তাদের দাবি, এবার দেড়শর মত এন্ট্রি জমা পড়েছিল অনুষ্ঠানের থিম হওয়ার জন্য, তার মধ্যে নির্বাচিত হয় ধারোহার বা ঐতিহ্য থিম। এই থিমের ওপরেই তৈরি হয়েছে উৎসবের যাবতীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি।

মানুষের দাবি মেনে দেশের ঐতিহ্যকে তুলে ধরতেই রামচন্দ্রের ওপর নাটক দিয়ে শুরু হচ্ছে তাজ মহোৎসব। মোগল আমলের ইতিহাস বিচ্যুতি ঘটানোর কোনও চেষ্টাই হচ্ছে না।

এবিপি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ