বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

‘বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগানে দেশে এবারই প্রথম পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই দিবসটি পালন হচ্ছে আজ। এ উপলক্ষ্যে গতকাল বিকালে শাহবাগ গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার গ্রন্থাগার দিবসের অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন।

দিনটিকে ঘিরে নেওয়া কর্মসূচীর মধ্য আছে উদ্বোধনী র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টায় উদ্বোধনী র‌্যালীর পর বিকালে দিবসটির তাৎপর্য সম্পর্কে জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মূল আলোচক হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন(রিমি)এম. পি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশীষ কুমার সরকার বলেন, গ্রন্থাগার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্র বৃদ্ধি করে। গ্রন্থাগার দিবস উদযাপনের মাধ্যমে এই ক্ষেত্রটা আরও বৃদ্ধি পাবে।

তরুণদের বইপড়া ও গ্রন্থাগার ব্যবহার নিয়ে তিনি বলেন, তরুণরা যতক্ষণ পাঠাগারে থাকে ততক্ষণ তারা খারাপ কাজ থেকে দূরে থাকে। পাঠাগার ব্যবহারের মাধ্যমে যুব সমাজকে নিজেদের বিকশিত করার ধারণা ছড়িয়ে দেওয়ার জন্যই জাতীয় পর্যায়ে গ্রন্থাগার দিবস পালন করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ