বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লী: রাজবাড়ী ইস্তেমা শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে আখেরী মোনাজাতে মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত, দেশ ও দশের মঙ্গল ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা ।

১লা ফেব্রুয়ারি শুরু হয়ে ৩রা ফেব্রুয়ারী সকাল ১১টা ১৭মিনিটে শুরু হওয়া আখেরী মোনাজাত শেষ হয় বেলা সাড়ে ১১টা ৩২মিনিটে। আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার চর কমলাপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান। আখেরী মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লী।

আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তর ভবনের পূর্ব পাশ্বের বিশাল আকারের ২২ একর ময়দানে লাখো মুসুল্লীর ঢল নামে। ময়দানে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়।

আখেরী মোনাজাতে রাজবাড়ী জেলা ও পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

জেলা ইজতেমার ময়দান ও আশপাশের এলাকাজুড়ে লাগানো মাইকের মাধ্যমে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে সব জায়গায়। সকল বয়সের মানুষ মোনাজাতে অংশ নিতে ইজতেমা এলাকায় পৌঁছান। আখেরী মোনাজাত শেষে মুসুল্লীরা আবার নিজ নিজ গৌন্তব্য রওনা দিয়েছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ