শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আজ অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলনে থাকছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর পল্টনে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন। এসময়ের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ একত্রিত হবেন  অনুষ্ঠানে।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে তরুণদের এ মতবিনিময় সভা।

এতে মিডিয়া, স্যোশাল মিডিয়া সঙ্কট ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিগণ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দিবেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মুফতি জহির ইবনে মুসলিম, বাংলানিউজ ২৪ ডটকমের নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি  জহির উদ্দিন বাবর, লেখক ও গবেষক মুফতি ইউসুফ সুলতান, শীলনবাংলা সম্পাদক মাসউদুল কাদির, যুবকণ্ঠের সম্পাদক ও মাদরাসা বাইতুল মুমিনের প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন, নূর বিডি ডটকম সম্পাদক সৈয়দ শামসুল হুদা, লেখক ও মুহাদ্দিস মুফতি সাঈদ রহমান, মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ,  আলোকিত বাংলাদেশের সাব এডিটর আলী হাসান তৈয়ব, লেখক ও অনুবাদক আবদুস সাত্তার আল আইনী, নবধ্বনীর নির্বাহী সম্পাদক সালাহউদ্দীন জাহাঙ্গীর,  লেখক ও গবেষক মাওলানা মহিউদ্দীন ফারুকী, কলামিস্ট মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, কিশোরস্বপ্ন নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, রাহমানী পয়গামের সহকারী সম্পাদক এহসানুল হক, মাসিক নতুন ডাক সম্পাদক শাকিল আদনান, এক্টিভিস্ট মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম, লেখক ও কবি মনযূরুল হক, রকমারি ডটকম ইসলাম বিভাগের প্রধান এহসানুল হক, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, বাংলাদেশ প্রতিদিনের সাব এডিটর শাকির এহসানুল্লাহ, ইনসাফ ২৪ ডটকম সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার, সৃজন সম্পাদক আমিন ইকবাল, মহিলাকণ্ঠ সম্পাদক তাজুল ফাত্তাহ, ইসলামী লেখক ফোরাম অর্থ সম্পাদক মুহাম্মদ তাসনিম, কারেন্ট বাংলা সম্পাদক আহসান শরিফ, লেখক ফারুক ফেরদৌস, কবি ইফতেখার জামিল, জীবন্তিকার সম্পাদক এহসান সিরাজ, আল জামিয়া’র সহ সম্পাদক সুলাইমান সাদী, আমাদের সময় ডটকমের সাব এডিটর ওমর শাহ, কওমিকণ্ঠ সম্পাদক ইলিয়াস মশহুদ, হাসান আল মাহমুদ, তানজিল আমির, এ এস এম মাহমুদ হাসান, আদুল্লাহ তামিম, উবায়দুল্লাহ সাআদসহ অারো অনেক তরুণ লেখক ও এক্টিভিস্ট।

অনুষ্ঠান উপস্থাপনা করবেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ