মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কবিতা 'দ্যা নিউ নুহ' আ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

The New Noah-নতুন নূহ আ.
আলী আহমদ সাইদ এসবার
(আরবি সাহিত্যের খ্যাতিমান প্রসিদ্ধ কবি)

এক.
আমরা ভ্রমণ করি নৌকায়, কাঁদা মাটি আর বৃষ্টিতে ভিজি,
আমাদের পথ দেখানোর প্রতিশ্রুতি নিয়েছেন মহান আল্লাহ।
বেঁচে আছি আমরা এই দুনিয়ায়, বহুকাল হলো মানবতার মৃত্যু ঘটেছে।
প্রতিনিয়ত ভেসে চলছি উত্তাল সাগরের তরঙ্গ পেরিয়ে, ভালোবাসার বন্ধনে,
আমাদের জীবন একদিন মৃত্যুর পথ বেয়ে আকাশের দিকে ছুটে যাবে।
কিন্তু জান্নাত আর মৃত্যুর মাঝে হাশরের ময়দান দাঁড়িয়ে আছে প্রতীক্ষায়,
প্রশ্নোত্তর ছাড়া এই পথ পাড়ি দেয়া সম্ভব নয় কখনোই।

প্রভু কেনো আমাদের আজ বাঁচিয়ে রেখেছ,
পৃথিবীর সব মানুষ আর প্রাণীদের থেকে বেছে বেছে?
কেনইবা আবারো নিক্ষেপ করেছ পৃথিবীতে ?
অন্যান্য গ্রহ-উপগ্রহ থাকতে আবারো এই পৃথিবীতে কেনো প্রভূ?
মৃত্যু আর জীবনের ঘূর্ণায়ণে।
আমদের রক্ত-ধমনি আর সূর্যের আবর্তন প্রতিদিন আমাদের ভয় দেখায়,
প্রভু আমরা হতাশার চাদরে জড়িয়ে আছি,
ভবিষ্যতের চিন্তা কুঁড়ে কুড়ে খায় আমাদের,
নতুন একটি জীবন শুরু করতে চাই প্রভু।

প্রভু শুধু আমরাইতো তোমার সৃষ্ট নই,
প্রজন্মের পর প্রজন্ম আর পুরো পৃথিবীর ¯্রষ্টা তুমি প্রভু ।
আমাদের পঁচা কাদা-মাটি বা তার মাঝের কিছু দিয়ে সৃষ্টি করেছ তুমি,
এই বিশ্বের পালনকর্তা তুমি, ইচ্ছে করলে জান্নাত দিতে পারো বা জাহান্নাম।

দুই.

আবার যদি নতুন করে জীবনের সূচনা হয়,
আবরো যদি পৃথিবী প্লাবিত হয়,
তলিয়ে যায় পানির তলে
আল্লাহ আদেশ করে নূহ জীবিতদের বাঁচাও,
প্রভুর আদেশে আমি আমার কথা ভাববো না।

আমি নৌকায় আরোহন করবো
মুছে দিবো মৃতদের চোখ থেকে কাঁদা-মাটির প্রলেপ।
আমি তাদের তুলে আনবো মহা-প্লাবনের অতল থেকে,
তাদের শিরা-উপশিরায় ফিশ্ফিশ শব্দ ঝুলে থাকবে।
তারা বলবে আমরা মরু থেকে ফিরে এসেছি,
আমরা বেরিয়ে এসেছি গুহা থেকে,
আমরা আবারো খুজে পাবো মাটির দেখা।
আমরা আজ ভয়-ভীতিহীন নৌকার অদিবাসি,
আজ যদি মহান আল্লাহর বিধানে মনোযোগী না হতাম,
তো মৃত্যুর সাথে দেখা হতো আমাদের।

মৃত্যুর সৈন্যরা হতাশার আঘাতে আনন্দ দিতো আমাদের
আর আমরা লোহিত সাগরের ঢেউয়ে ভেসে যেতাম,
আমাদের উপসংহারে অব্যাহত থাকতো দুঃখেল দল।
পৃথিবী আর মাহান প্রভূ উপেক্ষা করতো আমাদের,
আজ ভিন্ন একটি পৃথিবীতে নতুন করে প্রভূকে পাওয়ার আশায় বেঁচে আছি।

অনুবাদ: আব্দুল্লাহ তামিম

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ