বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল শনিবার ৬ জানুয়ারী সিলেট দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০ ঘটিকায়,  মাশকুল কুরআনের সদস্য হাফিজ আবু বকর মাশহুদ’র তেলাওয়াতের মাধ্যমে তা শুরু হয়।

মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় সভাপতি মাওলানা হাফিজ আবদুল হাই’র (আস্তমা) সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ান ও হাফিজ আহমেদ সাঈদ’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশকুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।

প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর টাইটেল মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, কামরুপদং মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আবদুল গফফার, শাহমীর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবদুল হান্নান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ১৭৬ জন প্রতিযোগির মধ্য থেকে ৬ জন প্রতিযোগি ফাইন্যাল রাউন্ডে সুযোগ লাভ করেন। এর মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগিকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা এবং বাকি ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগিকে বিশেষ আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা শেখ আহমদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা হাফিজ ফখরুল ইসলাম মোগলাবাজারী, জামেয়া দারুল কুরআন সিলেট’র প্রিন্সিপাল সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এডভোকেট, জামিয়া ফরিদাবাদ সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফখরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ানুল হক, মাওলানা শহিদুল হক জালালাবাদী, মাওলানা আবুল খয়ের।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওলিউর রহমান খান, আলী হোসেন খান ইমন, হাফিজ সালিক আহমদ, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ জাকির হোসেন, কে.এম তাহমিদ হাসান, হাফিজ মিজানুর রহমান, কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ