সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

ইলিয়াস আলীর ছবি দেখে যা করলেন তাহসিনা লুনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট মহানগর বিএনপির একটি কর্মী সভায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।

তবে বাস্তবে ইলিয়াস আলীর উপস্থিতি নয়, আসলে ইলিয়াস আলীকে ভালোবেসে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার নেতাকর্মীদের দাবীতে সাটানো একটি ব্যানার দেখে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শনিবার ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, এই অনুষ্ঠানে ইলিয়াস আলীও উপস্থিত আছেন। নেতাকর্মীরা যে এখনো ইলিয়াস আলীকে কতটুকু ভালোবাসে এটা তার প্রমাণ। ইলিয়াস আলীর প্রতি নেতাকর্মীর ভালোবাসাই তাকে রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করেছে বলে জানান তিনি।

নিখোঁজ বিএনপি নেতার এই স্ত্রী বলেন, ইলিয়াস আলী ফিরবেন বলেই আমরা বিশ্বাস করি। এজন্য নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। তিনি মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে সুন্দর সফল আয়োজনের জন্য ধন্যবাদও জানান।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা বলেন, ‘শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সমস্যা। এ থেকে জাতিকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। খালেদা জিয়াকে মাইনাস করে ২০১৪ সালের মত আর কোন নির্বাচন এ দেশে হতে দেয়া হবে না। এ ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

তাহসিনা রুশদীর লুনার বক্তব্যের সময় মুহুর্মহু স্লোগানে ভারী হয়ে ওঠে সভাস্থল। উপস্থিত নেতাকর্মীরা ইলিয়াস আলীকে ফিরে পেতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে স্লোগান দিতে থাকেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ