বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

কুমিল্লায় মাজারের ক্ষমতা দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান :  কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে মাজারের আধিপত্য বিস্তার ও ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে।

গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার পীরকাশিমপুর গ্রামে পীরকাশিমপুর (বড় হুজুরের) দরবারের ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারস্পারিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

পীরকাশিমপুর গ্রামের মরহুম সামসুজ্জামান পুত্র মো: জহিরুল আলম (৬৫), শাহ আলশ (৬২), নজরুল আলম (৬০) সহ গ্রুপ সুপরিকল্পিতিভাবে হামলা করে।

ঘটনার বিবরণে জানা যায়, সামসুজ্জামানের পুত্র কামরুজ্জামান পিতার কাছ থেকে দরবার ও মাজার পরিচালনা দায়িত্বপ্রাপ্ত হন। এরপর দীর্ঘদিন তিনি মাজার পরিচালনা করছেন।

কিন্তু কামরুজ্জামান অসুস্থ্য হওয়ার পর তার ভাইয়ের মাজার পরিচালক হওয়ার দাবি করে। এ নিয়েই উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে।

তবে অভিযুক্ত জহিরুল আলম হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, হামলা হয় নি তবে পারিবারিকভাবে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছে মাত্র।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: নাজমুল হুদা জানান, খবর পেয়ে আমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ