বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭

শিরোনাম :
কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার অফিস দেশের জন্য অশনি সংকেত: জমিয়ত নেতৃবৃন্দ

‘রোহিঙ্গা সঙ্কট উত্তরণের পথ আমরা জানি কিন্তু উচ্চারণের সাহস পাই না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ২১ ডিসেম্বর আওয়ার ইসলাম টোয়েন্টেফোর ডটকম আয়োজিত “মানবতার নবী হজরত মুহম্মদ সা. রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাসিক কলমদানী সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ বলেন, রোহিঙ্গা শিবিরে আমি স্বশরীরে কাজ করে যা বুঝতে পেরেছি, রোহিঙ্গা সঙ্কট শুধু তাদের সঙ্কট নয় এটা পুরো মুসলমান জাতির সঙ্কট। পাশাপাশি জেরুসালেম সঙ্কটও আমাদের বিরাট সঙ্কট।

এ সঙ্কট থেকে উত্তরণের পথ কী তা আমরা সবাই জানি । কিন্তু মুখে উচ্চারণের সাহস পাই না। কেননা এর ফলে বিশৃঙ্খলা হতে পারে।

তিনি বলেন, এর জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে রোহিঙ্গা সঙ্কটের ক্ষেত্রে। আমাদের কী নেই?

আমাদের অর্থ, সম্পদ, জনবল সবকিছুই যথেষ্ট আছে। আমাদের বাহ্যিক কোনও অভাব নেই, যা আছে তা হলো, সাংগঠনিক ও ইমানি।

তিনি বলেন, সাংবাদিক ও লেখকদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের কলম সমস্যা সমাধানের জন্য ব্যবহার করুন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় এবং প্রধান সম্পাদ মুফতী আমীমুল ইহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান মিয়াজী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমদ সেলিম রেজা, মাকতাবাতুল আখতারের স্বত্তাধিকারী পীরে কামেল মাওলানা আহমদ আলী, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ার এনসিভির চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল ইসলাম, লেখক ও মুহতামিম মাওলানা রুহুল আমিন সাদী,

মারকাজুত তাকওয়া ঢাকার পরিচালক মুফতি হাবিবুর রহমান মিসবাহ, বাংলানিউজ২৪ডটকমের নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ, মাসিক আল কারীম-এর নির্বাহী সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকি, মাকতাবাতুল ইসলামের স্বত্তাধিকারী মাওলানা আহমাদ গালীব, শাহীন শিক্ষা পরিবারের প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান মারুফ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দীন বাবর, শীলনবাংলাদেশ সম্পাদক মাসউদুল কাদির, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, কলমদানী সম্পাদক সালাহুদ্দীন মাসউদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।

অনুষ্ঠানে রোহিঙ্গা বিষয়ক মতবিনিময়ের পাশাপাশি উত্তরআমেরিকার জনপ্রিয় বাংলা টিভি আইটিভি ২৪ ডটকম ও মাকতাবাতুল আখতারের সহযোগিতায় মাসব্যাপী অনুষ্ঠিত ‘সিরাতুন্নবী সা. কুইজ-২০১৭’ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরাসার হিকমা ঢাকা’র সহযোগিতায় আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ এর ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিল, ইসলামী জনকল্যাণ পরিষদ কাতার, শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা, আইটিভি ইউএসএ, মাকতাবাতুল আখতার, মাদরাসাতুল হিকমাহ।

‘রোহিঙ্গা সমস্যা মানবিক সংকট! একে ধর্মীয় সংকট বলা উচিৎ নয়’

‘আওয়ার ইসলাম; অল্প সময়ে এতো সাড়া দেখে আশ্চর্য ও অভিভূত হয়েছি’

নবীজিকে চিঠি লিখে পুরস্কার জিতল যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ