উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে জমিয়তের বৈঠক
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক

আগামী ২০ সেপ্টেম্বর ডাকা উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। 


সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এতে সভাপতিত্ব করেন। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় সম্মেলন বাস্তবায়ন কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী প্রমুখ।