বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনা: দেশের প্রায় প্রতিটি অঞ্চলে শীতকালে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব মাহফিলের ব্যয় নির্বাহের জন্য কালেকশন করা হয়। মাহফিলে আসা শ্রোতারা নিজের সামর্থ অনুযায়ী দান করেন। তবে অনেক ব্যতিক্রমও ঘটে।

গতকাল পাবনার চাটমোহরে ইসলামী সম্মেলনে কালেকশনের সময় প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা। তিনি মওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন ভৈরবী।

জানা যায়, ইসলামি ওই  জালছায় হাজার হাজার মুসুল্লীর উপস্থিতি ও আয়োজকদের আয়োজনে মুগ্ধ হয়ে মাহফিলের প্রধান বক্তা আলহাজ্ব মওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী নিজেই মাদরাসার উন্নতিকল্পে ৫০ হাজার টাকা দান করেন।

ব্যতিক্রমধর্মী এই ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া, চিরইল, সাড়োরা, ইচাখালী সম্মিলিত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে।

মাহফিলের প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত হয়ে ওয়াজ শেষে মওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ঐ প্রতিষ্ঠানে উপরোক্ত টাকা দান করেন।

মাহফিলে মাদরাসার ৩ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। প্রধান বক্তার এমন দৃষ্টান্তমূলক উদ্যোগ উপস্থিত মুসল্লী ও চাটমোহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ