বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

আজ মনোহরদী থানা উলামা পরিষদের ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রবিবার (১৭ ডিসেম্বর) নরসিংদী জেলার মনোহরদী উলামা পরিষদের উদ্যোগে মনোহরদী পাইলট স্কুলে বর্নাঢ্য ইসলামি মহাসম্মেলন ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা সাইয়্যেদ সালমান মনসুরপুরী এবং বিশেষ অথিতি  দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের প্রধান মুফতি আব্দুল্লাহ মারুফী উপস্থিত থাকবেন।

জানা যায়,  দিনব্যাপী এই ইসলাহি সমাবেশে আরও উপস্থিত থাকবেন, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মনোহরদী থানা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান ফরায়েজী । এছাড়াও, স্থানীয় উলামায়েকরাম উপস্থিত থাকবেন।

আল-জামিয়াতুল উলুম ইসলামিয়া’র শাইখুল হাদিস মুফতি আব্দুর রশিদের সভাতিত্বে এই আয়োজনে দুপুর ২টা থেকে ৪টা পর‌্যন্ত সেমিনার ও বাদ আছর থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সম্মেলন কমিটির আহ্বায়ক, মনোহরদী থানা উলামা পরিষদের সাধারণ সম্পাদক,  বেফাকুদ্যিনিয়ার মহাসচিব এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, প্রতি বছর এলাকাবাসী ও উলামায়েকরামের প্রচেষ্টায় মনোহরদীতে আমরা এই ইসলামি মহাসম্মেলনের আয়োজন করে আসছি। আত্মশুদ্ধি ও ইসলাহি এই সম্মেলনের মাধ্যমে এলাকাবাসীর মাঝেে ইসলামের আদর্শ পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আয়োজন। নরসিংদী ও পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মুসলমানদের বরকতময় এই মজলিসে  অংশগ্রহণ করে সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ