বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

কিশোরগঞ্জে ঔষদের আগুন: ১৫ লক্ষ্য টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বাজারে তিনটি দোকানে আগুন লেগে অন্তত ১৫ লাখ টাকার ঔষধসহ মালামাল পুড়ে গেছে।

শুক্রবার সকাল সাতটায় রোদারপুড্ডা বাজারের তিন ব্যাক্তির মালিকানাধীন দোকানে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল সাতটায় রোদারপুড্ডা বাজারের মুদিমালের ব্যবসায়ী হরিচরণ দাস এর দোকানের বিদ্যুৎতের সটশার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।মূহুর্তে পাশে থাকা পরিতোষ দেবনাথের কাপড়ের দোকান ও সুন্নত আলীর ওষুধের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকান তিনটিতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আরো জানা যায় কুতুব উদ্দীন আলীর 'মাকছুরা' মেডিকেল নামক ঔষদের দোকানটিতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ভূইয়া আমাদের প্রতিনিধিকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্তলে গিয়ে সবকিছু পরিদর্শন করি। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিকলী-বাজিতপুর এর সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম , নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াহ্ ইয়া খাঁন, জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (মানিক)ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ।

এসময় সাংসদ ক্ষতিগ্রস্থ তিন দোকানের মালিককে নগদ ছয় হাজার টাকা ও তিন বান্ডিল করে টিন প্রদান করেন এবং তিনি ব্যাক্তিগত ভাবে প্রত্যেক দোকানের মালিককে ৫০ হাজার টাকা প্রদান করবেন বলে আশা ব্যক্ত করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ