মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সুনামগঞ্জে প্রাইভেট কার খাদে, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রায়সন্তোষপুর একালায় প্রাইভেট কার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সিলেটের টুকের বাজারের রাজু, একই এলাকার শাহজাহান, বিশ্বনাথ উপজেলার মাহতাবপুরের তোফায়েল ও গোয়ালাবাজারের তায়েফ। এ ঘটনায় ছাতকের মাসুম আহত হয়েছেন।

স্থানীরা জানান,ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারে চার যুবক সিলেটের টুকেরবাজারে যাচ্ছিলেন। পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রায় সন্তোষপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত প্রাইভেটকার চালককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপারের মুখপাত্র ও সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ