সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

হাজীপাড়ার দস্তারবন্দী ও ইসলাহী মাহফিল ১৩ ও ১৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল কাইয়ুম শেখ: আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের দেওয়ানবাড়ী সংলগ্ন মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় এ যাবৎকালের ফারেগীন ছাত্রদের দরস্তারবন্দী উপলক্ষে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আমীন পালনপুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের শায়খ নাসির বিল্লাহ ও ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতি সালমান মানসুরপুরী।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খতিবে আজম মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জের ডিআইটি প্লট জামে মসজিদের খতিব ও হাজীপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ মাওলানা আবদুল আউয়াল।

মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা উমর ফারুক সন্দ্বিপী, মুফতী মানুসূরুল হক, মাওলানা ড. মুশতাক আহমাদ, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মফতী আবু সাঈদ,   মুফতি জাফর আহমাদ, মাওলানা ফয়জুল্লাহ ও শাইখুল কুররা হাফেয আবদুল হকসহ দেশবরেণ্য আরো অনেক ওলামা মাশায়েখ!

বুধবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতের পর মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

ইতোমধ্যেই মাহফিলের আনুষঙ্গিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে। মাহফিলে আসা মেহমানদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে বিছানাপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ শহর কিংবা পঞ্চবটি থেকে রিকশাযোগে কাশীপুরের দেওয়ানবাড়ী সংলগ্ন হাজীপাড়া মাদরাসায় যেতে হবে। কোনো প্রয়োজনে ০১৭৪৩৮৩৮৯৫৯ যোগাযোগ করে সহযোগিতা নেওয়া যেতে পারে।

ইসরাইল কি তার শেষ পরিণতির দিকেই ধাবিত হচ্ছে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ