মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিদের জন্য নিষিদ্ধ: বেনজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিদের ব্যবহার করতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজির আহামেদ।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ চর্চার কোনো সুযোগ নেই। জঙ্গিবাদ মাথা উচু করলেই ধ্বংস করে দেয়া হবে। ‘বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে।

শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়বক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ