মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


হিন্দুবাড়ি নামায

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিন্দুবাড়ি নামাজ
শহীদুল ইসলাম প্রামানিক

শিষ্যসহ মওলানা সাব
গেলেন হিন্দু বাড়ি
নামায ওয়াক্ত পার হয়ে যায়
করছেন তাড়াতাড়ি।

বললেন তিনি বিনয় করে,
একটু জায়গা দিলে
নামায পড়বো এক জামাতে
শিষ্যের সাথে মিলে।

কথা শুনে হিন্দু মশায়
কপালে তুললেন চোখ
দেবদেবীদের স্মরণ করে
গিলছেন শুধু ঢোক।

বললেন তিনি মলিন মুখে,
কথা একখান তবে-
হিন্দু বাড়ি নামায পড়লে
নামায শুদ্ধ হবে?

কথা শুনে মওলানা কয়,
কি আর বলবো ভাই
তাহলে কি হিন্দু বাড়ি
আল্লাহ, খোদা নাই?

সবার যিনি সৃষ্টি কর্তা
সবখানেতে থাকেন
যেখান থেকে ডাকেন না ক্যান
সাড়া দিয়ে থাকেন।

আল্লাহ যদি বেছে বেছে
মুসলিম বাড়ি থাকতো
তাহলে কি অন্য ধর্ম
এই দুনিয়ায় রাখতো?

কথা শুনে হিন্দু মশাই
বললেন হেসে হেসে,
এমন মানুষ থাকতো যদি
সকল দেশে দেশে।

তাহলে কি ধর্ম নিয়ে
দ্বন্দ ফ্যাসাদ হয়
শান্তি সুখে থাকতো সবাই
সারা বিশ্বময়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ