মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ঠাকুরগাঁয়ে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ঠাকুরগাঁও পুলিশ লাইনস ব্যারাক থেকে একজন পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম নজলার রহমান। তিনি এএসআই পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, পুলিশ লাইনসের ব্যারাকে একটি কক্ষ থেকে এএসআই নজলার রহমানের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

তবে কি কারণে তিনি মৃত্যুর পথ বেছে নেন তা তদন্তের পর বলা যাবে। তিনি এএসআই হিসেবে ঠাকুরগাঁওয়ে পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) সিফায়াতুল মাজদার সিফাতের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আত্মহত্যার ঘটনাটি পুলিশ তদন্ত করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ